আমাদের সিলেট ডটকম:
বালাগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত। আহত ৫জন।
মঙ্গলবার দুপুরে সিলেট-তাজপুর বালাগঞ্জ সড়কের জগতপুর (খাইপুর) মোড়ে এ দুর্র্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-তাজপুর বালাগঞ্জ সড়কের জগতপুর (খাইপুর) নামক মোড়ে গতকাল দুপুর ২ ঘটিকার সময় (সিলেট-জ ১১-০০০৫) বাস বিপরীত দিক থেকে আসা অটোরিক্সা (সিলেট থ-১১-৬৫০৩) সিএনজি’কে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলে ১জন নিহত ও সিএনজি চালকসহ আরো ৪জন যাত্রী গুরুতর আহত হন।
নিহত ব্যক্তি বালাগঞ্জ উপজেলার দয়ামীর ইউনিয়নের খালিয়া গ্রামের তবারক আলীর ছেলে আব্দুল খালিক (৪২) । আহতরা হলেন, নিহত আব্দুল খালিক ছেলে ফাইয়ান (১২), মা ছুটই বিবি (৭০) ও একই গ্রামের আব্দুল হান্নান (৫৫), স্বপ্না বেগম (৪০), সিএনজি চালক মো. দুদু মিয়া (৪০)।
তারা সকলেই অটোরিক্্রা (সিএনজি)’র যাত্রী। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালাগঞ্জ থানার ওসি আব্দুছ ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ শুনেই পুিলশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছে। এলাকাবাসীর সহযোগীতায় বাসসহ চালক আমির আলীকে তাজপুর থেকে আটক ও ঘটনার স্থান থেকে সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে।
বালাগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত, আহত ৫
Tuesday, January 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment