তফসিলে নাম না থাকলেও বানিয়াচং উপজেলায় নির্বাচনী হাওয়া জোরেসোরেই বইছে
ইমদাদুল হোসেন খান, বানিয়াচং : নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার তফসিলে ১০২টি উপজেলার মধ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ের নাম নেই; কিন্তু তাতে যেন কিছু যায় আসেনা। ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন।
এ উপজেলা পরিষদের নির্বাচন চতুর্থ দফায় হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে আভাস পাওয়া গেছে। অর্থাৎ এখনো বেশ দেরি। তবে সময় নষ্ট করতে নারাজ প্রার্থীরা। এর সুবাদেই পুরোদমে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
ইউনিয়ন ও উপজেলা পরিষদ বা অন্যভাবে বলা যায়, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে বা দলীয় প্রতীকে হয়না। এরপরও রাজনীতির প্রভাব প্রকাশ্যেই থাকে। থাকবে এবারো। তাইতো প্রার্থী হতে ইচ্ছুকরা দলীয় সমর্থন আদায়ে দৌঁড়ঝাঁপ শুরু করেছেন। করছেন গ্রুপিং-লবিং। এই গ্রুপিং-লবিং নির্বাচনী হাওয়াকে বেশ উত্তপ্ত করে তুলেছে।
বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক প্রিয়তোষ রঞ্জন দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাস্টার, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সজিব আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জেলা কৃষক লীগের সভাপতি ও মক্রমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।
No comments:
Post a Comment