আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজার মডেল থানা থেকে এক মামলার বাদির অভিযোগপত্র গায়েবের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারী সদর উপজেলার পূর্বসাধুহাটি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুন নুর বাদি হয়ে বিভিন্ন মিথ্যা অভিযোগে ফাঁসাতে ছেলের বউকে নিজ বাড়িতে রেখে সাজানো অভিযোগ দায়ের করেন। কিন্তু তার নিকটাত্মীয় কামালপুর গ্রামের বাসিন্দা সহিদুল ইসলাম ঘটনাটি আড়াল করতে মডেল থানার সিরিয়েল ২৬ নাম্বারের অভিযোগ পত্রটি শেরপুর ফাঁড়ি ইনচার্জ আব্দুল কাদিরের কাছে পৌঁছে দেয়ার কথা বলে থানার ডিউটি অফিসারের ডায়েরী বইতে নিজে স্বাক্ষর করে নিয়ে যান। যদিও কর্মরত ডিউটি অফিসার এটা পুলিশের মাধ্যমে ফাঁড়ি ইনচার্জের কাছে পৌঁছানোর কথা। কর্মরত ডিউটি অফিসার কোন কারণে একজন সাধারণ মানুষের হাতে এই অভিযোগ পত্রটি দিলেন আর তা গায়েব হয়ে গেল এটা সাধারন মানুষের মধ্যে জানাজানি হওয়ায় তোলপাড় শুরু হয়েছে থানা কর্মকর্তাসহ উর্ধতন অফিসারদের মধ্যে।
বাদি আব্দুন নুরের সাথে রোববার দুপুরে মোবাইল ফোনে আলাপকালে তিনি জানানÑসহিদুল ইসলামের পরামর্শে অভিযোগটি থানায় দিয়েছি। পুলিশ তদন্ত না করে অভিযোগটি কি করেছে তার জানা নেই।
এ ব্যাপারে শেরপুর ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদিরের সাথে ১৯ জানুয়ারী রোববার বিকেলে মোবাইল ফোনে আলাপ কালে তিনি জানান, এই ঘটনার কোন অভিযোগ তিনি পাননি। এমনকি সহিদ নামের ব্যক্তি কে তিনি ছিনেন না।
অভিযোগ গায়েবের বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন । তবে কিভাবে কি হয়েছে তা তিনি খতিয়ে দেখছেন।
মৌলভীবাজার মডেল থানা থেকে অভিযোগপত্র গায়েব
Sunday, January 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment