জৈন্তাপুর উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায় অধিকাংশই নবীন ॥ আছেন প্রবীণরাও
আব্দুল হালিম, জৈন্তাপুর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুরে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠ পর্যায়ে নেমে পড়েছেন। তৎপর হয়ে উঠেছেন দলীয় সমর্থন আদায়ে। পাশাপাশি ভোটারদের সাথের সম্পর্ককেও ঝালাই করে নিচ্ছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্যে এবার জৈন্তাপুরে প্রার্থীদের মধ্যে নবীনদের সংখ্যাই বেশি। আছেন মধ্যবয়সীরা। প্রবীণরাও পিছিয়ে নেই।
সম্ভাব্য প্রার্থী ২১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন, বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ১৭ পরগনার সভাপতি সিরাজ উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ মতিন ও আওয়ামী লীগ নেতা জামাল আব্দুন নাছের।
ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন, সাবেক ছাত্রসমাজ নেতা সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, সাবেক ছাত্রদল নেতা ইলিয়াছ উদ্দিন লিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন সুজন, সাবেক ছাত্রলীগ নেতা এবাদ উল্লাহ, রণেন্দ্র চেীধুরী সুলাল ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহারুল আলম বাহার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাম শোনা যাচ্ছে বর্তমান ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, আয়শা ইসলাম, শিরিন আক্তার, আয়শা সিদ্দিকা পারুল ও তসলিমা বেগমের। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।
No comments:
Post a Comment