বিয়ানীবাজারে পুলিশের সাঁড়াশি অভিযানে বিএনপি-জামাতের কর্মীসহ গ্রেফতার ৩০
এ টি এম তুরাব, বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে রয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩ জন কর্মী। শনিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৭ জন এবং ওয়ারেন্টের আসামি ২৩ জন। এরমাঝে পুলিশের দায়ের করা এসল্ট মামলায় জামায়াতে ইসলামীর ২ জন ও বিএনপির ১ জন কর্মী এবং ২ জন মহিলা রয়েছেন।
উপজেলার বারইআল গ্রামে পুলিশ ডাকাত হিসেবে চিহ্নিত সোনা উল্লাহকে আটকের জন্য তার বাড়িতে অভিযান চালালে সে পুলিশের উপর ধারালো রামদা দিয়ে আক্রমণের চেষ্টা চালালে পুলিশ ১ রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করে। এতে আহত সোনা উল্লাকে পুলিশ হেফাজতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার আসামিদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে। ডাকাত সোনা উল্লাহকে আটকের সময় সে পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে পুলিশ শর্ট গানের গুলি ছুঁড়ে। রবিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment