ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার বিরুদ্ধে মারাত্মকভাবে পরিবেশ দূষণের অভিযোগ

Monday, January 20, 2014

ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার বিরুদ্ধে মারাত্মকভাবে পরিবেশ দূষণের অভিযোগ


আব্দুল আলিম, ছাতক : সুনামগঞ্জের ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার বিরুদ্ধে মারাত্মকভাবে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।

এভাবে পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের মানুষ, ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি। এলাকাবাসী এ ব্যাপারে পরিবেশ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেও কোন ফল পাননি। সর্বশেষ ২০১৩ সালের ১৮ আগস্ট ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ দেন।

সম্প্রতি প্রায় ৮ লাখ মেট্রিকটন মাটি সংগ্রহের টেন্ডার দিয়েছে লাফার্জ সুরমা কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে শনিবার ১৮ জানুয়ারি থেকে ঠিকাদাররা মাটি বুঝিয়ে দিচ্ছেন সিমেন্ট কারখানায়। ফলে ধূলায় অন্ধকার হয়ে পড়ছে গোটা এলাকা। ফলে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ধূসর রঙ ধারণ করেছে নোয়ারাই, টেংগারগাঁও, জয়নগর, বারকাহন, বাতিরকান্দি, টিলাগাঁও ও শারপিননগরসহ বেশ কয়েকটি গ্রামের সবুজ গাছপালা। ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ির ছাদ ও টিনের চালা। দরজা বন্ধ করেও রেহাই মিলছে না। ইতোমধ্যে সর্দি-কাশিসহ নানা ধরনের রোগও ছড়িয়ে পড়েছে।

লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা প্রতিষ্ঠার সময় ভারত থেকে মাটি সংগ্রহের কথা থাকলেও ২০০৬ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর প্রথম থেকেই তারা মাটি সংগ্রহ করছে স্থানীয়ভাবে। এতে এলাকার প্রায় ৩শ একর ফসলি জমি ইতোমধ্যে জলাশয়ে পরিণত হয়েছে। চলতি মৌসুমে মাটি সংগ্রহের ফলে আরো বেশকিছু ফসলি জমি ডোবা-পুকুরে পরিণত হবে। এছাড়া কনভেয়ার বেল্টের শব্দেও এলাকার মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License