নির্বাচনী বল বিএনপির কোর্টে : সিলেটে আওয়ামী পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ৫ বছরের জন্যে বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই বলে আলোচনার সুযোগ শেষ হয়ে যায়নি। প্রধানমন্ত্রী তো বলেছেন, সমঝোতায় সকল দলের অংশ গ্রহণে মধ্যবর্তী নির্বাচন হতে পারে। তবে নির্বাচনী বল এখন বিএনপির কোর্টে; কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হবেনা। সর্বদলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার সম্মানে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিরোধিতার নামে বিরোধিতায় দেশের ক্ষতি হয়। সংসদ নির্বাচনে জনগণ সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে রায় দিয়েছে।
তিনি বলেন, জনগণ সাড়া দেয়নি বলে বিরোধীদলের নেতা তার সরকার বিরোধী কৌশল পরিবর্তন করে নিয়েছেন।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, আমাদের লক্ষ্য আগামী ৭ বছরে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা। এ লক্ষ্য অর্জনে আমরা কাজ করছি; কিন্তু বিরোধীদল নানাভাবে আমাদেরকে অগ্রযাত্রায় বাধা দিচ্ছে।
No comments:
Post a Comment