কানাইঘাটে বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান : গ্রেফতার ১৮

Tuesday, January 21, 2014

আমাদের সিলেট ডটকম:

কানাইঘাট উপজেলার বিভিন্ন স্থানে গত সোমবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিপুল সংখ্যক যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান উত্তর সার্কেলের এ.এস.পি মহি উদ্দিন খান কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী ও ওসি (তদন্ত) বজলার রহমানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা দিনরাত অভিযান চালিয়ে উপজেলার গাছবাড়ী, রাজাগঞ্জ, সড়কের বাজার ও কানাইঘাট সদরের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে লন্তির মাটি গ্রামের জহুর উদ্দিন (২০), আখতার হোসেন (২৭), লখাইরগ্রামের শরীফ উদ্দিন, এবাদুর রহমান, আবুল, ধলিবিল দক্ষিণ গ্রামের কুদরত উল­াহ (৪৫), বড়দেশ দক্ষিণ গ্রামের এহসানুল হক (৪৮), নন্দিরাই গ্রামের গোলাম খালিক (৬০), আব্দুল মতিন মোহরী (৪৫), ঢাকনাইল দক্ষিণ গ্রামের আবু লেইস (২৮), হারাতৈল গ্রামের মখাই মিয়া (২৮), বড়বন্দ ৩য় খন্ড গ্রামের সিকন্দর আলী (৫০), মখদ্দছ আলী (৪০), তছদ্দর আলী, তেছর মিয়া, ফাতিমা বেগম (৩০), মিলন (২০), রায়গঢ় গ্রামের এবাদুর রহামানকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কানাইঘাট থানায় নিয়মিত মামলা রয়েছে। তবে গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ জামায়াত শিবিরের নেতাকর্মী বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে গতকাল কানাইঘাট থানা পুলিশ পৌর শহর থেকে অপরাধ মূলক কর্মকান্ডের দায়ে সোনাপুর গ্রামের জসীম উদ্দিন (৩০), কানাইঘাট বাজারের পাহারাদার শহীদ আহমদ (৪০) ও রায়গড় গ্রামের আব্দুল করিমের পুত্র রাসেল আহমদ (২২) কে আটক করে।

পরবর্তীতে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার কার্যালয়ে হাজীর করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ধৃতদের জনপ্রতি দুই হাজার টাকা করে জরিমানা আদায় করে রায় প্রদান করেন। পরবর্তীতে মুচলেকার মাধ্যমে এ তিন জনকে ছেড়ে দেওয়া হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License