সিলেটে অর্থমন্ত্রীকে গণ-সংবর্ধনা দেবে আওয়ামী লীগ

Sunday, January 19, 2014

আমাদের সিলেট ডটকম:

দ্বিতীয় মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আবুল মাল আব্দুল মুহিতকে সিলেটে গণ-সংবর্ধনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের এক যৌথ সভায় এই সংবর্ধনা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৯ জানুয়ারীর পর নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিলেট রেজিস্ট্রারী মাঠে এই সংবর্ধনা দেয়া হবে।

শনিবার রাতে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে আওয়ামী লীগের অঙ্গসংগঠনকে নিয়ে যৌথ কর্মী সভায় আগামী ২৩ জানুয়ারী অর্থমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ২৩ জানুয়ারী বেলা ১ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতি ও ফুল দিয়ে অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন। পরে শোভাযাত্রা সহকারে অর্থমন্ত্রীকে নিয়ে হযরত শাহজালাল (রহ.) মাজারে মাজার জিয়ারত ও পরবর্তীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মফুর আলী।

দক্ষিন সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলমের কোরআন তেলায়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত কর্মী সভায় ২৩ জানুয়ারী অর্থমন্ত্রীকে সংবর্ধনা প্রদানের জন্য কর্মসূচি ঘোষনা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

এদিকে সংবর্ধনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিশেষ করে জেলা যুবলীগের নতুন কমিটি গঠনকে সামনে রেখে পদ-প্রত্যাশী নেতাদের কর্মী নিয়ে উপস্থিতি লক্ষ করা গেছে। এছাড়া ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।

সভায় সভাপতির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ৫ জানুয়ারী নির্বাচনের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, নির্বাচন থেকে আওয়ামী লীগ এক চুলও নড়বে না। আওয়ামী লীগ নির্বাচন করেছে, সে নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের মানুষ নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করেছে। সরকার নির্বাচিত হওয়ার পর থেকে দুর্নীতি, সুশাসন, নৈরাজ্য-সন্ত্রাস এই ৩ টির বিরুদ্ধে সরকার আন্দোলন শুরু করেছে। বিষয়টি লক্ষ রেখে সকলকে সতর্ক ভাবে চলার আহ্বান জানিয়ে ২৩ জানুয়ারী সংবর্ধনা সফল করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান, অধ্যাপক জাকির হোসেন, জগলু চৌধুরী. সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা,সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, জেলা যুবলীগ সভাপতি শামিম আহমদ, মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদার প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License