উপজেলা নির্বাচনে বিএনপি-জামাতের নতুন কৌশল : লক্ষ্য আ. লীগের বিপর্যয় ঘটানো
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়াসহ বিভিন্ন উপজেলায় বিএনপি-জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগ প্রার্থীদের পরাজয় ঘটিয়ে বিপর্যয় সৃষ্টির কৌশল নিচ্ছে বলে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয়েছে।
গোয়েন্দা সূত্রমতে, নতুন কৌশল হিসেবে এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কোমড় বেঁধে মাঠে নামবে ১৮ দল বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ লক্ষ্যে ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় নেতাকর্মীরা গোপন বৈঠকও করে ফেলেছেন।
কৌশলের অংশ হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে আগেই কিছু কিছু নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করবেন, যাতে আওয়ামী পরিবারের কারো মনে কোন সন্দেহ না থাকে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়কার উপজেলা পরিষদ নির্বাচনেও বিএনপি-জামাতের কিছু নেতাকর্মী আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় ছিলেন। এমনকি তাদের কারণে প্রার্থীদের কাছে ভিড়তে পারেনি দলীয় ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। আর এই সুযোগে বিএনপি-জামাতের নেতাকর্মীরা প্রার্থীদের ঘনিষ্ঠজন হয়ে উঠে এবং নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিত চেয়ারম্যানদের কাছ থেকে স্বার্থ হাসিল করে।
No comments:
Post a Comment