গণসংযোগে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা : সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ১১ জন
ছাতক প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই সুনামগঞ্জের ছাতকে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা সরব হয়ে উঠেছেন। গণসংযোগে নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। একই সাথে চলছে দলীয় সমর্থন আদায়ের চেষ্টা। কারণ হাতে সময় তেমন নেই।
এ পর্যন্ত ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সরাসরি প্রার্থীতা ঘোষণা না দিলেও তাদের তৎপরতা থেকে লোকমুখে উঠে এসেছে নামগুলো। তবে এর মধ্যে কিছু নাম যোগ-বিয়োগ হতে পারে।
এ পর্যন্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ছাতকে যাদের নাম উচ্চারিত হচ্ছে তাদের মধ্যে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও সুনামগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার, পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জামায়াতে ইসলামীর পৌর আমির অ্যাডভোকেট রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা, যুবলীগ নেতা সাইফুর রহমান চৌধুরী খোকন, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লল আহমদ ও যুবলীগ নেতা আব্দুস শহিদ মুহিত।
No comments:
Post a Comment