আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি করপোরেশনের নারী ওয়ার্ড কাউন্সিলর শাহানারা বেগমের বাসার সামনে থেকে লাল স্কচটেপ মোড়ানো ককটেল সদৃশ একটি কৌটা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।রোববার বেলা ২টার দিকে ১৬, ১৭ ও ১৮ নং সংরৰিত ওয়ার্ডের এই কাউন্সিলরের নগরীর হাওয়াপাড়া দিশারী ৭০ নং বাসার সামনে থেকে এটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বেলা ১টা ২৫ মিনিটের দিকে কাউন্সিলরের বাসার করিডোরে লাল স্কচটেপ মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু দেখতে পান প্রতিবেশি ৭৫নং বাসার মনোয়ার হোসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে এস.আই রফিকুল হক এর নেতৃত্বে একদল পুলিশ ও র্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ নেতৃত্বে র্যাবের একটি টিম ঘটনাস’লে পৌছে এটি উদ্ধার করে। স’ানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ ঘটনাস’লে পৌঁছেন। পরে র্যাব-৯ এর এস.আই ফরিদ উদ্ধারকৃত লাল স্কচটেপ মোড়ানো কৌটাটি পরীৰা করে দেখতে পান তাতে বালু ভর্তি। ঘটনার সময় কাউন্সিলর বাসায় ছিলেন না। তিনি ঢাকায় রয়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহাম্মদ আয়ুব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত লাল স্কচটেপ মোড়ানো কৌটাটি খুলে দেখা গেছে-তাতে বালু ভর্তি। আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা এমন কর্ম করেছে বলে ধারণা করছেন তিনি।
No comments:
Post a Comment