আমাদের সিলেট ডটকম:
মার্কিন পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ও ইউএস সিনেটর রবার্ট মেনেনডেজ বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক সরকার দেখতে চায় এবং সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে।স্থানীয় সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
গিয়াস আহমেদ সিনেটর রবার্ট মেনেনডেজকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখান করেছে। শতকরা ৫ ভাগ ভোটারও নির্বাচনে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেনি। ৬৪টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। যদিও সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা ও নিরাপত্তা দিয়েছে। ৩০০ আসনের মধ্যে ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচনের পূর্বেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। সম্ভাব্য সতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল।
গিয়াস আহমেদম সিনেটরকে আরো জানিয়েছেন যে নির্বাচন কমিশন, দুদক ও প্রশাসনকে সরকারের দলীয় আজ্ঞাবহ হিসাবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। সরকারি আইন শৃঙ্খলা বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে আইন বহির্ভূত হত্যা, গুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিচার বহির্ভূতভাবে সরকারি পুলিশ বাহিনী বিরোধী মতের মিডিয়াগুলোকে বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে এই অগতান্ত্রিক ব্যবস্থা ও অন্যায় অবিচার চলতে থাকলে দেশের অর্থনৈতিক, রাজনৈতিকসহ সার্বিক পরিস্থিতি ধ্বংস যজ্ঞের দিকে ধাবিত হবে এবং জঙ্গিবাদের উত্থান হবে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হোক জনবিচ্ছিন্ন শেখ হাসিনা সরকার এটাই চাচ্ছে এবং সেই লক্ষে কাজ করে যাচ্ছে।
সিনেটর রবার্ট মেনেনডেজ এ প্রসঙ্গে বলেন, আমরা ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে লিখিতভাবে যুক্তরাষ্ট্রের মনোভাব জানিয়েছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক সরকার দেখতে চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অচিরেই যুক্তরাষ্ট্র দেখতে চায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অবহিত করার জন্য গিয়াস আহমেদকে সিনেটর মেনেনডেজ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সকল দলের অংশগ্রহণে নির্বাচন অচিরেই দেখতে চায় যুক্তরাষ্ট্র
Saturday, January 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment