আমাদের সিলেট ডটকম:
বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে বড়লেখা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এনাম উদ্দিন (৩৭) কে কুপিয়ে গুরুতর আহত করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ৭ ঘটিকার দিকে উপজেলার কাঠালতলীবাজারে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশ্ব ইজতেমায় যাওয়ার জন্য উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এনাম উদ্দিন কাঠালতলীবাজারে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ৭/৮ জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় থাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
উপজেলার বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. কামরান আহমদ সবুজ জানান, এনামের মাথায় দায়ের কোপ গভীর থাকায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) ওয়াকিল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরিফ আহমদ নামের এক ছাত্রশিবির কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে ওসি জানান।
বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে বড়লেখা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এনামকে কুপিয়েছে দুর্বৃত্তরা : গ্রেফতার-১
Friday, January 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment