আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর-কামড়াপুর সড়কের শরিফাবাদ নামক স্থানে বৃহস্পতিবার রাতে ডাকাতির চেষ্টাকালে জনতা দু’সহোদরসহ ৪ ডাকাতকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে- চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের রফিক মিয়ার পুত্র মাসুক মিয়া (২৫), তার ভাই আশিক মিয়া ওরফে মোশাহিদ (২০), একই উপজেলার নয়ানী গ্রামের আব্দুর রউফের পুত্র হারুন মিয়া (২০) ও শাহ আলম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে ধৃত ডাকাতরা উল্লেখিত স্থানে একটি পিকআপ ভ্যান রাস্তার মাঝখানে রেখে ব্যারিকেড দিয়ে হবিগঞ্জগামী একটি মাছ বোঝাই গাড়ি আটক করে। এ সময় মাছের গাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের গ্রামের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস’লে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় জনতা ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হলেও ১ ডাকাত পালিয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুল লতিফ ও এএসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস’লে গিয়ে আটক ডাকাতদের থানায় নিয়ে আসে। এব্যাপারে সদর মডেল থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ও ১২ জানুয়ারি রাতে একই স্থানেও ডাকাতি সংঘটিত হয়েছিল। ওই দুই ডাকাতির ঘটনায় যাত্রী ও চালকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় ডাকাতরা। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে আটকও করে। দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৩ জানুয়ারি সন্ধ্যা রাতেই ফের ডাকাতি ঘটনা ঘটেছে। বার বার একই রোডের একই স্থানে ডাকাতির ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। চোর ডাকাতের ভয়ে গ্রামের মানুষ রাত জেগে এখন গ্রাম পাহারা দিচ্ছেন। বারবার ডাকাতির ঘটনা ঘটলেও ওই সড়কে পুলিশ টহল বৃদ্ধি করা হয়নি বলে এলাকাবাসী জানিয়েছেন।
শায়েস্তাগঞ্জে সড়ক ডাকাতির চেষ্টা দু’সহোদরসহ ৪ ডাকাত আটক
Friday, January 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment