আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দলীয় বর্ধিত সভায় আগ্রহী প্রার্থীদের পক্ষে নাম প্রস্তাব করা হলে এক পর্যায়ে গোপন ভোটের ভিত্তিতে সর্বোচ্চ ভোটলাভকারীদেরকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ নেতা, বুধবারী বাজার ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান শরীফ উদ্দিন শরফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে, মহিলা আওয়ামীলীগ নেত্রী, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলার নাম ঘোষণা করা হয়।
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, উপজেলা যুগ্ম সম্পাদক, সদর ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক আলী আকবর ফখর ও আওয়ামীলীগ নেতা দেলওয়ার হোসেন চুন্নু, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ নেতা শরীফ উদ্দিন সরফ, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জিলু, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবকলীগ নেতা জামিল আহমদ, ছাত্রলীগ নেতা সাইদুল আলম সোহেদ ও এমএ ওয়াদুদ এমরুল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামীলীগ নেত্রী, বর্তমান ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলার নাম প্রস্তাব করা হয়। এরপর কয়েকজন স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নেন। পরবর্তীতে উপস্থিত সদস্যদের গোপন ভোটের ভিত্তিতে সর্বোচ্চ ভোট প্রাপ্তদের দলীয় প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়। সভায় উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন-২০১৪ গোলাপঞ্জে আ’লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা
Thursday, January 23, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment