ঝালকাঠির মুক্তিযোদ্ধা গেজেটে রাজাকারের নাম ॥ প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
গাজী বশির, ঝালকাঠি : অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থাতেই ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের নামের গেজেটে এক চিহ্নিত রাজাকারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। জেলার মুক্তিযোদ্ধারা এ অভিযোগ করেছেন।
এই অপকর্মে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন জেলার মুক্তিযোদ্ধারা। তারা স্মারকলিপি দিয়েছেন স্বাধীনতার মহানায়কের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এতে দেশমাতৃকার বীর সন্তানরা কুখ্যাত ওই রাজাকারের নাম অবিলম্বে গেজেট থেকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
মুক্তিযোদ্ধারা স্মারকলিপিতে উল্লেখ করেন, ঝালকাঠি শহরের কাশারিপট্টির এক ব্যক্তির নাম বাংলাদেশ গেজেটের তালিকায় মুক্তিযোদ্ধা (ক্রমিক নং ১৪৯৭) হিসেবে প্রকাশিত হয়। অথচ এই এক ব্যক্তি ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। পশ্চিমাদের সহায়তায় সে ভারতবর্ষের প্রখ্যাত যাত্রাপার্টি নাথ কোম্পানির বাড়ি দখল করে এখনো সেখানে বসবাসরত। জেলার রাজাকার তালিকায় তার নাম আছে।
ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দুলাল সাহাসহ মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বৃহস্পতিবার ২৩ জানুয়ারি স্মারকলিপিটি দেন।
No comments:
Post a Comment