সিলেট বিভাগের ১২টিসহ ১০২টি উপজেলা পরিষদ নির্বাচন ১৯ ফেব্রুয়ারি ॥ তফিসল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : ১০ম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে এবার নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের উদ্যোগ নিয়েছে। ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় অনুষ্ঠিত হবে ১০২টি উপজেলায় নির্বাচন। এর মধ্যে সিলেট বিভাগের ১২টি উপজেলাও রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ রবিবার ১৯ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
সিলেট বিভাগের ৪টি জেলার যে ১২টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো সিলেটের বিশ্বনাথ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক, মৌলভীবাজারের কুলাউড়া এবং হবিগঞ্জের বাহুবল ও মাধবপুর।
উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল : ২৫ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র দাখিল ও ২৭ জানুয়ারি মনোনয়ন যাচাই বাছাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ফেব্রুয়ারি।
উপজেলা পরিষদ নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসক রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
উপ নির্বাচন : নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ আসনে উপ নির্বাচনের তফসলিও ঘোষণা করেছে।
আগামী ২০ ফেব্রুয়ারি এই আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment