বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ-বিএনপি’র প্রার্থী মনোনিত

Thursday, January 23, 2014

আমাদের সিলেট ডটকম:

আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ইতিমধ্যে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি’র দলীয় সমর্থিত প্রার্থী মনোনিত করা হয়েছে।

চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম আখতার ফারুক কে দলীয় ভাবে সমর্থন দেয়া হলেও নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী।

এদিকে, গত বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা পংকি খান এবং ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনকে দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়েছে।

অপরদিকে, উপজেলা বিএনপিতে কোন্দল থাকায় একক প্রার্থীকে সমর্থন করতে দলের উর্ধ্বতন নেতাদের হিমশিম খেতে হয়। বিএনপি’র কোন্দন নিরশন করে দলের একক প্রার্থী মনোনিত করতে গতকাল বৃহস্পতিবার বিকেলেই নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা ইলিয়াসের গ্রামের বাড়ি বিশ্বনাথে রামধানায় গতকাল বিকেলে দলের উভয় গ্র“পের নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত সকল নেতাকর্মীদের সাথে আলাপ-আলোচনা করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরীকে ও ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির আরেক সহ-সভাপতি আবুল কালাম কছির কে সমর্থন দেওয়া হয়েছে। দলীয় সমর্থন পাওয়া প্রার্থীদের নাম ঘোষনা করেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লোনা। বৈঠকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে সিলেট জেলা বিএনপি’র সভাপতি মোজাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গৌছ খান, সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহিদ আলী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সামছুজ্জামান সমছু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌছ খান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যার, নাজমুল ইসলাম রুহেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, দপ্তর সম্পাদক বসির আহমদ, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলীসহ বিএনপিসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, উপজেলা চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সমর্থিত কোন প্রার্থী না থাকলেও ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনোহর আলী প্রতিদ্বন্তিতা করবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া নির্বাচেন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-বিএনপি’র অন্যান্য পদপ্রার্থীরা ইতিমধ্যে নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছেন বলে জানা যায়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License