উপজেলা নির্বাচন : বানিয়াচং ও আজমিরীগঞ্জে আলীগের একক প্রার্থী দেয়ার চেষ্টা সাংসদের
ইমদাদুল হোসেন খান, বানিয়াচং : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী দিতে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ উদ্দেশ্যে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বানিয়াচং উপজেলা সদরে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার সাথে তিনি শলাপরামর্শ করেছেন। শুক্রবারও এক সিনিয়র নেতার বাড়িতে পরামর্শ সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।
অনুরূপভাবে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও সাংসদ ফোনে এবং সরাসরি শলাপরামর্শ করে যাচ্ছেন।
বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, যারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দৌড়ঝাঁপ চালাচ্ছেন তাদেরকে নিয়ে বসে প্রথমে সমঝোতার ভিত্তিতে একজন ছাড়া অন্যদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরানোর চেষ্টা করা হবে। এতে সফল না হলে দলের বর্ধিত সভা ডেকে একজনকে দলীয় সমর্থন দেয়া হবে।
এটা স্থানীয় সরকার নির্বাচন হলেও দলের স্বার্থেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান-এই ৩টি পদে একক প্রার্থী দেয়া হবে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।
প্রার্থী তালিকা পড়তে খবরাখবর বিভাগে ক্লিক করুন।
No comments:
Post a Comment