ব্রিটেনে মাইগ্র্যান্টদের বৈধতা ও ইমিগ্রেশন নিয়ে হোম অফিসের সাথে বিসিএর সেমিনার
লন্ডন প্রতিনিধি : অবৈধ মাইগ্রেন্টদের বৈধতা দেয়া, রেস্টুরেন্টগুলোতে পুলিশি তল্লাশি বন্ধ ও অন্যান্য ইমিগ্রেশন ইস্যু নিয়ে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) ইস্ট অব ইংল্যান্ড রিজিওন ওয়ান ব্রিটিশ হোম অফিসের সাথে সেমিনার করেছে।
মঙ্গলবার ১৪ জানুয়ারি লুটন বেডসে ৫-৭ মোর স্ট্রিটের একটি রেস্টুরেন্টে বিসিএ ইস্ট অব ইংল্যান্ড রিজিওনের অনারারি কনসালটেন্ট জনসন উংয়ের উপস্থাপনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিসিএ ইস্ট অব ইংল্যান্ড রিজিওন ওয়ানের প্রেসিডেন্ট ও বিসিএ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অলি খান, হোম অফিসের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন নর্থ কমান্ড ইমিগ্রেশন ডিরেক্টর ইডি মন্টুগোমেরি, হোম অফিস প্রেজেন্টেশন প্রিভেনটিং ইল্লিগ্যাল ওয়ার্কিং সম্পর্কে বক্তব্য রাখেন ইস্ট অব ইংল্যান্ডের এ্যাসিসটেন্ট ইমিগ্রেশন ডিরেক্টর লিওনেল গ্যারিক, হোম অফিস প্রেজেন্টটেশন ফরগেরি ওয়ারনেস সম্পর্কে তুলে ধরেন ইস্ট অব ইংল্যান্ডের চিফ ইমিগ্রেশন অফিসার ডেভিড ভাটলার, ইমিগ্রেশন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইডি মন্টুগোমেরি ও লিয়ন গ্যারিক।
বিসিএ ইস্ট অব ইংল্যান্ড রিজিওনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালিক চৌধুরী, ফিরুজুল হক, এম. আর চৌধুরী, ফয়সল আহমদ, এমদাদুল হক পাভেল, খলিলুর রহমান, নজরুল ইসলাম, মালিক উদ্দিন, শামসুল আলম মাখন, শাহাব উদ্দিন, হুমায়ুন আহমদ, ফরহাদ আহমেদ, মোজাহিদ আলী চৌধুরী, ফায়জুল হক, হেলাল উদ্দিন, হারুনুর রশিদ, হারুন মিয়া, টিপু চৌধুরী, ছুরুক মিয়া, শাহেদ মিয়া, তৌফিক আলী মিনার, বাছিত মিয়া, ছুরত মিয়া প্রমুখ।
No comments:
Post a Comment