চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ আলী হায়দার ও আবু বকরের ডি-কমিশনিং অনুষ্ঠিত

Wednesday, January 22, 2014

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ আলী হায়দার ও আবু বকরের ডি-কমিশনিং অনুষ্ঠিত


altসফলতার সাথে অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনার পর বাংলাদেশ নৌবাহিনীর বহর হতে বানৌজা আলী হায়দার ও বানৌজা আবু বকরকে আনুষ্ঠানিকভাবে ডি-কমিশনিং করা হয়েছে।

বুধবার ২২ জানুয়ারি চট্টগ্রামে নেভাল জেটিতে চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল এম. আখতার হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌবাহিনীর ঐতিহ্যের ধারায় জাহাজ দুটিকে নৌবহর হতে ডি-কমিশনিংয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।

নৌ বহরের ৭ম ফ্রিগেট স্কোয়াড্রন হিসেবে বানৌজা আলী হায়দার ও আবু বকর দীর্ঘ প্রায় ৩৫ বছর বাংলাদেশের সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছে। এছাড়া সমুদ্র উপকূলীয় এলাকায় নিরাপত্তা বিধান ও অপরাধ দমনে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান ও সন্ত্রাস দমন এবং জাটকা নিধন প্রতিরোধসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জাহাজ দুটি দক্ষতার সাথে কাজ করে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ও বর্ধিত মহিসোপান এলাকায় সার্বক্ষণিক নজরদারী ও নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজ দুটির ভূমিকা ছিল প্রশংসনীয়। অপারেশানাল কর্মকাণ্ডের অংশ হিসেবে জাহাজ দুটি দেশ এবং দেশের বাইরে নিয়মিত বিভিন্ন নৌমহড়াতে অংশগ্রহণ করে ব্যাপক প্রশংসা অর্জন করে। পাশাপাশি জাহাজ দুটি বিশ্বের বিভিন্ন দেশে শুভেচ্ছা সফরে যোগদান করে বহির্বিশ্বে বাংলাদেশ নৌবাহিনীর ভাবমূর্তিকে উজ্জল করেছে। এছাড়া নৌবহরে যুক্ত হওয়ার পর থেকেই জাহাজ দুটিতে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা ও নাবিক পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License