ছাতকে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা ॥ চেয়ারম্যান পদে আগ্রহী ৫ জন
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
প্রার্থীরা হলেন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এমরান আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা খান ছানা। শুক্রবার ২৪ জানুয়ারি বিকেলে উপজেলা বিএনপির এক সভায় নাম দুটি নাম ঘোষণা করা হয়।
তবে একক চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নের ব্যাপারে ৩০ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এই পদে শনিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উপজেলা বিএনপির সভাপতি মোশতাক আহমদ, উপজেলা কৃষক দলের সভাপতি সালেহ আহমদ, জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ছায়াদুজ্জামান ছায়াদ, কালারুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অদুদ আলম ও দোলারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আসলম আহমদ মনোনয়নপত্র দাখিল করতে পারেন।
উপজেলা বিএনপির শুক্রবারের সভায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে এই ৫ জনের নামই উঠে আসে; কিন্তু শেষপর্যন্ত এ পদে একক প্রার্থীর ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছতে না পারায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদককলিম উদ্দিন আহমদ মিলন শুধু দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন।
No comments:
Post a Comment