আমাদের সিলেট ডটকম:
উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকেই ছাতকে সরব হয়ে উঠেছেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা-কারীরা। এ পর্যন্ত ছাতক উপজেলা পরিষদের জন্য চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন শুনা যাচ্ছে। সরাসরি প্রার্থিতার কথা ঘোষণা না দিয়ে কৌশলে অনেকেই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এখানে আ.লীগ, বিএনপি, জাপা ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এ পর্যন্ত ছাতকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বর্তমান উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল গনি, সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, অলিউর রহমান চৌধুরী বকুল, পৌর জামায়াতের আমীর এড. রেজাউল করিম, আ.লীগ নেতা আওলাদ আলী রেজা, যুবলীগ নেতা আব্দুস শহিদ মুহিত এর নাম শুনা যাচ্ছে। এদিকে ভাইস চেয়ারম্যান পদে শাহীন চৌধুরী, আবু সাদত লাহিন, ছাদিকুর রহমান ছাদিক, আব্দুল আলিম, এমরান আহমদ ও সিতাব আলী প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নাছিমা খান ছানার নাম শুনা যাচ্ছে। ২০০৯সালের নির্বাচনে ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪জন। এর মধ্যে বিএনপির মিজানুর রহমান চৌধুরী নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আ.লীগের আবরু মিয়া তালুকদার। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির গোলাম আম্বিয়া মাজকুর পাবেল নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন যুবলীগের আবু সাদত লাহিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন বিএনপির রাশিদা বেগম ন্যান্সি। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির নাসিমা খান ছানা।
বুধবার পর্যন্ত ছাতক উপজেলা নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে শাহ আব্দুল গনি ও আওলাদ আলী রেজা এবং ভাইস চেয়ারম্যান পদের জন্য এমরান আহমদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গণসংযোগে নামছেন ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা
Wednesday, January 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment