সিলেট বিভাগের ৪ জেলায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০১ জন আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে সোমবার দিনগত রাতে মহানগর পুলিশ ও রেঞ্জ পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০১ জন আসামি গ্রেফতার হয়েছে।
মহানগর পুলিশের হাতে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানায় ১ জন, জালালাবাদ থানায় ২ জন, বিমানবন্দর থানায় ৫ জন, দক্ষিণ সুরমা থানায় ১ জন, শাহপরান থানায় ১ জন ও মোগলাবাজার থানায় ৩ জন। গ্রেফতারকৃতদের মোট সংখ্যা ১৩। এরমধ্যে এক সাজাপ্রাপ্ত আসামি ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
এছাড়া রেঞ্জ পুলিশ সিলেট জেলায় ৩৫ জন, সুনামগঞ্জ জেলায় ১৭ জন, মৌলভীবাজার জেলায় ১০ জন ও হবিগঞ্জ জেলায় ২৬ জন মিলিয়ে মোট ১০১ জনকে গ্রেফতার করেছে।
No comments:
Post a Comment