দেশের খবর জানতে এখন প্রবাসীদেরকে অনলাইন পত্রিকার উপর নির্ভর করতে হয় : রনক

Wednesday, January 22, 2014

দেশের খবর জানতে এখন প্রবাসীদেরকে অনলাইন পত্রিকার উপর নির্ভর করতে হয় : রনক


altনিজস্ব প্রতিবেদক : সিলেটের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন পত্রিকা বাংলা মিডিয়া গ্রুপের বাংলা নিউজ আপডেটের পরিচালকমণ্ডলীর সদস্য বিশিষ্ট ছড়াকার যুক্তরাষ্ট্র প্রবাসী রনক আহমদ চৌধুরী বলেছেন, অনলাইন পত্রিকা পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। কারণ এর মাধ্যমে খুব দ্রুত দেশ-বিদেশের খবর তাদের কাছে পৌঁছে যায়। বিশেষ করে প্রবাসীরা সবসময় দেশের খবর জানতে চান। এ জন্যে তাদেরকে এই নতুন সংবাদ মাধ্যমের উপর বেশি নির্ভর করতে হয়। এত ব্যস্ততার মাঝেও তারা প্রিয় পত্রিকায় ক্লিক করতে ভুলেন না।

বুধবার ২২ জানুয়ারি রাতে সিলেট মহানগরীর কাজী ইলিয়াস এলাকায় উত্তরপূর্ব মিলনায়তনে অনলাইন পত্রিকার মালিক-সম্পাদকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রনক আহমদ চৌধুরী বলেন, ত্রিশলাখ শহীদ আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তথ্যপ্রযুক্তি বিকাশের ধারাকে ক্রমশঃ বেগবান করতে হবে।

তিনি বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে এই পবিত্র মাটিকে রাজাকারমুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধাদের দেশে কোন যুদ্ধাপরাধী থাকতে পারেনা।

তিনি আরো বলেন, দেশাবাসী বিশ্বাস রাখতে চায়, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও সাজা কার্যকর করার অঙ্গীকার থেকে এক চুলও নড়বেনা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License