মুক্ত গাভীয়ারখালে বর্ষায় নৌকাবাইচ করবে বাপা

Sunday, January 19, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট সিটি করপোরেশনের গাভীয়ারখাল দখলমুক্ত করায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছে। গাভীয়ারখালের মতো নগর দিয়ে প্রবহমান নয়টি ছড়া-খাল উদ্ধারে সিটি করপোরেশনের অভিযান অব্যাহত রাখা ও পুনরুদ্ধার করা খাল-ছড়া যাতে ফের দখল না হয়, সে ব্যাপারে দখলমুক্ত সদৃঢ় করার আহবান জানানো হয়। গত শনিবার গাভীয়ারখালের বৃহৎ অংশ উদ্ধার করে মুক্ত অংশে মেয়র বুট চালিয়ে পরিদর্শন করা ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ততার পরিপ্রেক্ষিতে রোববার বাপা সিলেটের পক্ষে সাধারণ সম্পাদক আবদুল করিম কিম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

আবদুল করিম কিম জানান, এক পাশে দেশের দীর্ঘতম নদী সুরমা, অন্যদিকে পাহাড়-টিলা থেকে নেমে আসা ছড়া-খাল বেষ্টিত শহর সিলেট। প্রাকৃতিক সুবিধা সমৃদ্ধ এমন শহর বাংলাদেশে বিরল। কিন’ অপরিকল্পিত নগরায়নে ও পরিবেশ সংরক্ষণে অসচেতনতায় প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে। সিটি করপোরেশনের মেয়র তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ছড়া-খাল পুনরুদ্ধারে আন-রিক থাকায় বাপা তাঁকে অভিনন্দিত করছে।

পাশাপাশি উদ্ধার করা ছড়া-খালগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ করার যৌক্তিকতাও বাপা অনুধাবন করছে। আগামী বর্ষার আগে অন্তত গাভীয়ারখাল সীমানাপ্রাচীর সুবিধার আওতায় নেওয়া হলে বাপা সেখানে পরিবেশ সচেতনতায় প্রীতি নৌকাবাইচ করে এ ক্ষেত্রে সামাজিক জাগরণ গড়তে সহায়তা করবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License