আমাদের সিলেট ডটকম:
গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ‘র একক প্রার্থী মনোনয় করা হয়েছে। তবে আওয়ামী লীগ‘র ৩টি পদেই একক প্রাথী মনোনয়ন দিলেও বিএনপি ভাইস চেয়ারম্যান পদে এ রির্পোট লেখা পর্যন্ত একক প্রার্থী নির্ধারন করা যায়নি।
বুধবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একক প্রার্থী নির্ধারন করার লক্ষ্যে উপজেলা মিলনায় তনে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ সহ সম্ভাব্য সকল প্রার্থী ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংসদ সদস্য ইমরান আহমদের নেতৃত্বে উপস্থিত সকলের সম্মতিক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডে ভারপ্রাপ্ত কমান্ডার, পূর্ব জাফলং ইউনিয়নের ৪ বারের স্বর্ন পদক প্রাপ্ত চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ‘র সদস্য লুৎফুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে সাবেক ইউপি সদস্যা আফিয়া বেগম কে একক প্রার্থী নির্ধারন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।
অপরদিকে গতকাল বুধবার বেলা ২টার দিকে গোয়াইনঘাট মডেল উচ্চ দ্যিালয়ে উপজেলা বিএনপি‘র উদ্যোগে একক প্রার্থী নির্ধারন করার লক্ষে উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম সহ সম্ভাব্য সকল প্রার্থী ও বিএনপি এবং অংঘ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম নেতৃত্বে উপস্থিত সকলের সম্মতিক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয় বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি‘র তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যন পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলিকে একক প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। তবে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ও শরিক ১৮দলের প্রায় ১০জন প্রাথী থাকায় এরির্পো লেখা পর্যন্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি‘র সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান লুৎফুল হক খোকন।
উপজেলা নির্বাচন- গোয়াইনঘাটে বিএনপি’র প্রার্থী হাকিম, আ’লীগের লেবু
Wednesday, January 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment