বিজিবি দিবসে সিলেট সেক্টর সদর দফতরে সংবর্ধনা জানানো হলো বীর মুক্তিযোদ্ধাদের
নিজস্ব প্রতিবেদক : সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে সারা দেশে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার ২০ জানুয়ারি দুপুরে বিজিবি সিলেট সেক্টর সদর দফতর আখালিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
বিজিবি ৫ ব্যাটেলিয়ন সদর দফতরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন ভূঁইয়া।
বিজিবি ৫ সেক্টর অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার আমীনের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক মেজর বিজয় দেবাশীষ নারায়ণ পালের পরিচালনায় এতে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার শামসুদ্দোহা। রণাঙ্গনের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীর প্রতীক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন আহমদ ও পুলিশ সুপার নূরে আলম মিনা।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূঁইয়া বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে রাজাকার-আলবদররা বাংলাদেশে গণহত্যা ও নারী নির্যাতনসহ মানবতাবিরোধী অপকর্ম করেছি; কিন্তু শেষপর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
তিনি বলেন, একাত্তরের পরাজিত শত্রু ও তাদের দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বাংলাদেশে এমন ধ্বংসাত্মক এমন কর্মকাণ্ড চলতে পারে না। এ অশুভ চক্রকে নির্মূল করা হবে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সুবেদার গোলাম মোস্তফা বীর প্রতীক, নায়েক সুবেদার মো. ফজলুল হক বীর প্রতীক, হাবিলদার আব্দুল ওয়াহিদ বীর প্রতীক, নায়েক আব্দুল রশিদ বীর প্রতীক ও সিপাহী নান্নু মিয়া বীর প্রতীককে সম্মাননা পদক প্রদান করা হয়।
তাদের পক্ষে তাদের স্বজনরা সম্মাননা পদক গ্রহণ করেন।
No comments:
Post a Comment