আমাদের সিলেট ডটকম:
উপজেলা পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণার পর পরই গোলাপগঞ্জে সরব হয়ে উঠেছেন প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা ইতিমধ্যে নিজেদের ঘনিষ্টজনদের সাথে নির্বাচনী প্রস্তুতি ও আলাপ-আলোচনা সেরে নিচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর অল্পদিনের মধ্যে তফশীল ঘোষণায় আগ্রহী প্রার্থীদের অনেকই অপ্রস্তুত। সারা দেশের ১০২টি উপজেলা পরিষদের নির্বাচনের সাথে আগামী ১৯ ফেব্র“য়ারী গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৫ জানুয়ারী শনিবার হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
প্রায় সাড়ে তিন লক্ষ জনসংখ্যা অধ্যুষিত ১১টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার হচ্ছেন- ১ লক্ষ ৯১ হাজার ৪শ’ ৫৬জন। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীগণ। ইতিমধ্যে গতকাল মঙ্গলবার চেয়ারম্যান পদে ১টি মনোনয়নপত্র ক্রয় করেছেন বিগত উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ছিদ্দিকুর রহমান সাইস্তা।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। আলোচনায় রয়েছেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী, জেলা বিএনপি সহ-সভাপতি ও সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের সম্পাদক এডভোকেট মাওলানা রশীদ আহমদ। বিগত নির্বাচনে তাদের উভয়ের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে অল্প ভোটের ব্যবধানে ইকবাল চৌধুরীর কাছে মাওলানা রশীদ আহমদ পরাজিত হয়েছিলেন। এছাড়া উপজেলা জামায়াতের ইসলামীর আমীর হাফিজ নাজমুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সহ-সভাপতি ও ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম শোনা যাচ্ছে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর। বিএনপি ঘরানার প্রার্থীদের মধ্যে রয়েছেন, উপজেলা বিএনপির আহŸায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, সাবেক উপজেলা সভাপতি ও বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিলাল আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিএনপি নেতা নছিরুল হক শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি এমরান আহমদ চৌধুরী ও বিএনপি নেতা ছালিক আহমদ চৌধুরী।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীগণ অধিকাংশই বয়সে তরুণ। তাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য, গত নির্বাচনে প্রধান প্রতিদ্বন্ধিপ্রার্থী এডভোকেট মুজিবুর রহমান মুজিব, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা জামিল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমদাদ রহমান, সাইদুল আলম সোয়েদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল হক, সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুল, জাতীয় পার্টি নেতা আসজাদুর রহমান রুম্মান, ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে আরও অনেকেই মনোনয়ন জমা দিতে পারেন বলে প্রাপ্ত সংবাদে জানা যায়।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের নামে শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোকেয়া আক্তার চৌধুরী।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামীলীগ-বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থীর প্রচারণা ও নির্বাচনের প্রস্তুতি শুরু
Tuesday, January 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment