মৌলবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে জামাত-শিবির নিষিদ্ধের দাবিতে কার্ডিফে সমাবেশ
শেখ এম. এ সালাম, কার্ডিফ, ব্রিটেন : যুদ্ধাপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে মৌলবাদ ও সন্ত্রাসমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে জামাত-শিবির নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে।
ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের সম্রাট রেস্টুরেন্টে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সংগঠনের কার্ডিফ শাখা গঠনের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় কমিটির কনভেনার মনসুর আহমদ মকিস। প্রধান বক্তা ছিলেন ডেপুটি কনভেনার বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বেলাল, বৃস্টল ওয়েস্ট আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ওয়াদুদ, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের সেক্রেটারি মো. হারুন তালুকদার, ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও ওয়েলস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. সেলিম। এছাড়া মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনসহ দোয়া করা হয়।
No comments:
Post a Comment