সিলেট মহানগরীতে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করলেন সিটি মেয়র

Saturday, January 25, 2014

আমাদের সিলেট ডটকম:

দেশজুড়ে টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে সিলেটেও উৎসবমুখর পরিবেশে হাম-র্ববেলা টিকাদান কর্মসূচী শুর্ব হয়েছে।

শনিবার সকাল ১০টায় রিকাবীবাজারের পুলিশ লাইন স্কুলে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী এই কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনশেষে সকাল সাড়ে ১০টায় মেয়র সুবিদবাজারের পিটিআই স্কুলের কার্যক্রম পরিদর্শন করতে যান।

সেখানে আয়োজিত সংৰিপ্ত অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নিউমোনিয়া, অন্ধত্ব ও বধিরতা ইত্যাদি জটিল রোগে শিশুর মৃত্যু অথবা জন্মগত জটিলতায় আক্রান্ত হতে পারে। তাই এই রোগের প্রকোপ থেকে সুরক্ষার জন্য সঠিক সময়ে শিশুকে হাম ও রুবেলা রোগের টিকা দিতে হবে। সকলে মিলে সম্মিলিতভাবে এই কর্মসূচী সফল করার মধ্য দিয়ে শিশুদের সুস্বাস’্য নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় অন্যদের মধ্যে উপসি’ত ছিলেন সিলেট সিটির প্রধান স্বাস’্য কর্মকতা ডা: সুধাময় মজুমদার, বিশ্ব স্বাস’্য সংস’ার প্রতিনিধি মুহাম্মদ শাহজাহান, ইপিআই সুপারভাইজার ভুপাল রঞ্জন চন্দ।

সিলেট সিটি কর্পোরেশন সুত্র জানায়, কর্মসূচীর প্রথম দিনে শনিবার সিলেট মহানগরীর ২৭টি শিৰা প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনে ২৩টি শিৰা প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হবে। এভাবে প্রথম ধাপে ২৫ শে জানুয়ারী থেকে ৩০ শে জানুয়ারী পর্যন্ত সিলেট মহানগরীর ১৬১ টি শিৰা প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচী চলবে। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ ১ লা ফেব্রুয়ারী থেকে ১৩ ই ফেব্রুয়ারী পর্যন্ত মহানগরীর ২৭টি ওয়ার্ডে অবসি’ত স’ায়ী অস’ায়ী টিকাদান কেন্দ্রে এক ডোজ (এমআর) টিকা এবং ২ ফোটা করে পোলিও টিকা খাওয়ানো হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License