দক্ষিণ সুরমায় মন্দিরে ভাংচুরের অভিযোগ, টুকেরবাজারে মন্দিরে চুরি

Thursday, January 23, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট শহরতলীর দক্ষিণ সুরমার তেলিরাই গ্রামে একটি মন্দির ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, টুকের বাজারে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত রাতে এ ঘটনা দুটি ঘটে। তবে, এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র দাবী করেছে, দক্ষিণ সুরমার মকন দোকান সংলগ্ন তেলিরাই গ্রামে অবস্থিত একটি নির্মাণাধীন মন্দিরের প্রতিমা এ ভাংচুরের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তেলিরাই গ্রামে সিলেট-কামালবাজার সড়কের পাশে অবস্থিত একটি নির্মাণাধীন মন্দিরের কাছে ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসী। বিস্ফোরণের শব্দে এলাকার লোকজন ‘ডাকাত-ডাকাত’ বলে ঘর থেকে বেরিয়ে আসেন। কিন্তু তাৎক্ষণিকভাবে কাউকে পাননি তারা। সকালে তেলিরাই গ্রামের বাসিন্দা এক মহিলা ঐ মন্দিরে পূজা দিতে গেলে মন্দিরের প্রতীমার একাংশ ভাঙ্গা দেখতে পান। এ সময় মন্দিরের নির্মাণের জন্য রাখা নির্মাণ সামগ্রীও তছনছ করা দেখতে পান।

ঐ মহিলা বিষয়টি তাৎক্ষণিকভাবে এলাকার লোকজনকে জানালে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


এছাড়া, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


একটি সূত্র জানায়, গত ক’দিন ধরে তেলিরাই সংলগ্ন কামালগঞ্জ বাজার ও মসজিদের নামকরণ নিয়ে দুটি পক্ষে উত্তেজনা চলে আসছে। এ নিয়ে বাজারের নৈশ প্রহরী গত ক’ দিন আগে প্রহৃত হন। দুটি পক্ষের এই উত্তেজনার জের ধরেই ককটেল হামলার ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করছেন।

এদিকে, শহরতলীর টুকের বাজার নোয়াগাও এলাকাতেও একটি মন্দিরে চুরি খবর পাওয়া গেছে। জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানান, গত রাতে নোয়াগাঁও গ্রামে একটি মন্দিরের তালা ভেঙ্গে পূজার কিছু উপকরণ চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License