উপজেলা পরিষদ নির্বাচন : পংকী খানকে বিশ্বনাথ উপজেলা আলীগের একক প্রার্থী ঘোষণা
বিশ্বনাথ প্রতিনিধি : আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ একক প্রার্থী ঘোষণা করেছে।
চেয়ারম্যান পদে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহেরা শপিং সিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পংকী খান এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার ২২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা সদরের পুরান বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই দুটি পদে একক প্রার্থী চূড়ান্ত করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশেষ বর্ধিত সভায় সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আ ন ম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক অ্যাভোকেট মোশাহিদ আলী।
No comments:
Post a Comment