টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সিলেট ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ আইসিসির
ক্রীড়াঙ্গন প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সিলেট ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে।
বুধবার ২২ জানুয়ারি দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সঙ্গে বৈঠক শেষে এসএমপির অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, আইসিসি বিমানবন্দর, যাতায়াত ব্যবস্থা, মাঠ ও হোটেল সুবিধার দিকটি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখে থাকে। সিলেটে এসব সুবিধা নিশ্চিত রয়েছে বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে।
এ সময় বিসিবির পরিচালক মাহবুব আনাম সাংবাদিকদের জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে আগামী মাসেই সিলেট উৎসবের নগরীতে পরিণত হবে।
তিনি জানান, সিলেট সবচেয়ে বড় ভেন্যু। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ১০টি দলই এখানে খেলতে আসবে। তাই এ ব্যাপারে সিলেটবাসীর সহযোগিতা খুব বেশি প্রয়োজন। সবার সহযোগিতা ছাড়া এতবড় আয়োজন সফল হবেনা।
আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল এসএমপির কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করে।
এদিকে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, সিলেট ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নারী ক্রিকেটারদের খেলা দেখার জন্যে টিকেট ছাড়া হবে।
ভিডিওচিত্র দেখতে ডানাপাশে চলমান ছবি-তে ক্লিক করুন।
No comments:
Post a Comment