আমাদের সিলেট ডটকমঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথে উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি একক ভাবে নিজ নিজ দলের প্রার্থীতে সমর্থন করলেও দই দলেরই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এদিকে, চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ. এম. আক্তার ফারুককে দলীয়ভাবে সমর্থন করলেও অবশেষে তিনি মনোনয়ন পত্র জমা দেননি। তবে চেয়ারম্যান পদে নাগরিক কমিটির ব্যানের উপজেলা জামায়াতের নায়েবে আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তাই সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমার কাছে মনোনয়নপত্র জনা দেন। উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথে এবার চেয়ারম্যান পদে ৪জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র জামা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা ক্রীড়া সংস’ার সাধারণ সম্পাদক ফিরোজ খান পংকি, বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী, নাগরিক কমিটির মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি সমর্থিত উপজেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম কছির, বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবদলের আহবায়ক আহমদ নূর-উদ্দিন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।এছাড়া যুক্তরাজ্য প্রবাসী মিছবাহ উদ্দিন, অ্যাডভোকেট নূরুজ্জামান, পল্লী চিকিৎসক কাওছার আহমদ, ব্যবসায়ী ফজল খান। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বেগম স্বপ্না শাহিন, আঙ্গুরা বিবি, নুরুন নেহার ইয়াছমিন, চৌধুরী শারমিন রহমান তানিয়া মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার সাংবাদিকদের বলেন, পংকি খান আমাদের দলীয় প্রার্থী। এছাড়া আর কে মনোনয়ন দিল সেটা দেখা আমাদের বিষয় নয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গৌছ খান বলেন, নির্বাচন কমিশন বলেছে এটা রাজনৈতিক দলের নির্বাচন নয়। ফলে ব্যক্তিগতভাবে যে কেউ মনোনয়ন দিতে পারে।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ূম বলেন, প্রথমে দলীয় ভাবে উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম আখতার ফারুককে সমর্থন দেওয়া হয়। পরবর্তীতে সিদ্ধান্তের পরিবর্তন হয়। বর্তমানে নাগরিক কমিটির মনোনিত প্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকীকে সমর্থন দেওয়া হয়েছে।
বিশ্বনাথে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা: আওয়ামী লীগ-বিএনপি’র বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৮, সংরক্ষিত পদে ৪
Saturday, January 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment