আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জ জেলার নিম্ন অঞ্চলের হাওর বেষ্টিত জনপথ শাল্লা, এখানকার অধিকাংশ মানুষ-ই কৃষি ও মৎস্যর উপর নির্ভরশীল।
এ অঞ্চলের মানুষকে সেবা দানের জন্য উপজেলা সদরে ৩১ শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ১৯ জানুয়ারী বেলা অনুমান ১২টায় স্থানীয় সাংবাদিকরা স্বাস্থ্য কমপেৱক্স-এ গেলে বিভিন্ন গ্রাম থেকে সেবা নিতে আসা লোকজন তাদের পরিচয় জেনে বলে, স্যার অনেক সময় ধইরা বইয়া (বসে) আছি হাসপাতালে কোন ডাক্তার নেই।এ ব্যাপারে খোজ নিলে দেখা যায় বহিঃবিভাগে আনোয়ার নামে একজন ব্রাদার চিকিৎসা দিচ্ছে। অথচ সেখানে একজন মেডিকেল অফিসার-ই সেবা দেওয়ার কথা ছিল। আনোয়ারের সাথে কথা বললে,সে বলে স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন তাই রোগী দেখচ্ছি। আপনারা স্যারের সাথে কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিনের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন, ভাই কি করব আমাদের প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জামাদি ও এখানে লোকবলের অভাব,আমি বিষয়টি উদ্ধর্তন কর্তৃপৰকে অবহিত করেছি।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হেলাল উদ্দিন এর সাথে দেখা করতে গেলে উনার বাসার সামনে ২০-৩০ জন লোক লাইন ধরে চিকিৎসা নেওয়ার জন্য অপেৰা করতে দেখা যায়। তিনি বলেন, আমার সাধ্যমত যতটুকু পারি আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি।
একজন রোগী বাইরে আসলে উনাকে জিজ্ঞাসা করলে উনি বলেন, অনেকৰণ হাসপাতালে অপেক্ষা করে কোন ডাক্তার না পেয়ে উনার বাসায় আসি। উনি ২০০/- টাকা ভিজিট নিয়ে চিকিৎসা প্রদান করেন।
হাসপাতালের ব্রাদারই যেখানে মেডিক্যাল অফিসার
Sunday, January 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment