আমাদের সিলেট ডটকম:
বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজিবি সিলেট সেক্টরের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার আখালিয়াস্থ বিজিবি ৫ ব্যাটেলিয়ানের সদর দপ্তরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধা সাবেক বিডিআর কর্মকর্তা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন ভূঁইয়া বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগ ও আত্মদানের কারণে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তিনি বলেন, একাত্তরে পাক বাহিনীর সাথে হাত মিলিয়ে রাজাকার আলবদর বাহিনী দেশের নিরীহ মানুষের উপর নির্যাতন চালিয়েছিল। কিন্তু মুক্তিবাহিনীর কাছে তারা অবশেষে মাথা নত করলেও তাদের দোষররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ওই নরপশুরা মানুষের বাড়িঘরে, যানবাহনে আগুন দিয়ে ধ্বংসত্মক কার্যকলাপে মত্ত রয়েছে।কিন্তু যে দেশ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে স্বাধীন হয়েছে সে দেশে তাদের এমন কর্মকান্ড চলতে পারে না। বাংলার বুকে তাদের থাকারও কোনো অধিকার নেই।
বিজিবি ৫ সেক্টর অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার আমীনের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক মেজর বিজয় দেবাশীষ নারায়ণ পালের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার সাবেক কমান্ডার শামসুদ্দোহা। স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীরপ্রতিক।
উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক শহীদুল ইসলাম, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, এডিশনাল পুলিশ কমিশনার রুকন উদ্দিন আহমদ, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সুবেদার গোলাম মোস্তফা বীরপ্রতীক, নায়েক সুবেদার মো. ফজলুল হক বীরপ্রতীক, হাবিলদার আব্দুল ওয়াহিদ বীরপ্রতীক, নায়েক আবদুল মালেক বীরপ্রতীক, নায়েক আব্দুল রশিদ বীরপ্রতীক ও সিপাহী নান্নু মিয়া বীরপ্রতীককে সম্মাননা পদক প্রদান করা হয়। তাদের পক্ষে সম্মাননা পদক তাদের স্বজনরা গ্রহণ করেন।
বিজিবি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা
Monday, January 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment