নতুন বার্তা,ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার সকালে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকরা জানান, সুরঞ্জিত সেনগুপ্তের রক্তচাপ বেড়ে গিয়েছিল। তার বুক ধড়ফড় করছিল। চিকিৎসক সোহরাবউজ্জামানের তত্ত্বাবধানে আছেন তিনি। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
অসুস্থ হয়ে পড়লে রোববার রাত ১১টার দিকে সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সেখানে তিনি একটু অসুস্থবোধ করলে বাসায় ফিরে যান। পরে আরো বেশি অসুস্থবোধ করায় রাত ১০টার দিকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
No comments:
Post a Comment