আমাদের সিলেট ডটকম:
দশম জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ হয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন। ’
সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রায় লক্ষ ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনকে পরাজিত করে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সচিবালয় থেকে শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশের খবর বৃহস্পতিবার ও শুক্রবার তার নির্বাচনী এলাকা ও জুড়ীতে জানাজানি হলে আনন্দে মিষ্টি বিতরণ করা হয়।
এ খবরে বড়লেখা ও জুড়ী উপজেলার দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ এলাকায় জনসাধারনের মধ্যে আনন্দের বন্যা বইছে।
এর আগে ২০০৮ সালে বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীকে প্রায় ৩৭ হাজার ভোটের ব্যবধানে এবং ১৯৯৬ সালেও বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীকে পরাজিত করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে একধারে তিনি ধারাবাহিকভাবে তিন বার বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
হুইপ হলেন বড়লেখার এমপি শাহাব উদ্দিন এলাকায় আনন্দের বন্যা : মিষ্টি বিতরণ
Friday, January 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment