রাবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগের গুলি

Sunday, February 2, 2014

মানবজমিন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের গুলি চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা। দ্বিমুখী হামলায় অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার বেলা পৌনে ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যাকালীন বাণিজ্যিক কোর্স বন্ধের দাবিতে করা শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ঠেকাতে এ অ্যাকশন চালানো হয়েছে। আন্দোলন চলাকালে ছাত্রলীগের কয়েকজন ক্যাডার বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর পরই অ্যাকশনে নামে পুলিশ। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে ক্যাম্পাসে মিছিল করে এবং শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ সময় একাধিক ছাত্রলীগ নেতাকে সশস্ত্র হামলায় অংশ নিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের সমাবেশের মধ্য দিয়ে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢুকে পড়ে। মিছিলের এক পর্যায়ে তারা একাধিক ককটেল ফাটিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে। এ সময় পুলিশের রাবার বুলেটে অনেক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের সহায়তায় ছাত্রলীগ এ ঘটনা ঘটিয়েছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন রাবি ছাত্রলীগের সভাপতি। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি ও বিভিন্ন বিভাগে বাণিজ্যিক ভিত্তিতে চালু করা সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে রয়েছে। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেওয়ায় কোনো বিভাগেই ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License