কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা ফয়জুল বারীর ইন্তেকাল
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা ফয়জুল বারী শায়খে মহেশপুরী হুজুর শুক্রবার ১০ জানুয়ারি বেলা পৌণে ২টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১১টায় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন গোরস্থানে তার লাশ দাফন করা হবে।
এদিকে মাওলানা ফয়জুল বারীর ইন্তেকালে সিলেট-৫ আসনের সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, জমিয়তে উলামা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আলীমুদ্দিন দুর্লভপুরী, কেন্দ্রীয় মহাসচিব শামসুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ক্বারী হারুনুর রশিদ চতুলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম. এ লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলাউদ্দিন মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জামাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাঁতবাক ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুল ইসলাম, দিঘিরপার পুর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
No comments:
Post a Comment