আমাদের সিলেট ডটকম:
গোয়াইনঘাট ডেভেলাপমেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইন ইউকে’র সাধারণ সম্পাদক ও শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি সুহেল আহমদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান ব্যাপক। সুযোগ পেলেই তারা দেশের কল্যাণে কাজ করতে চান। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারা দেশের জন্য আরো অবদান রাখতে পারেন।
বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে সিলেটের কয়েকজন সাংবাদিকের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পুণ্যভূমি সম্পাদক মুকতাবিস উন নূর। চ্যানেল এস সিলেট-এর ব্যুরো চিফ মঈন উদ্দিন মঞ্জুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-দৈনিক সংলাপ সম্পাদক ফয়জুর রহমান, বাংলা টিভির সিলেট ব্যুরো প্রধান আব্দুল মালিক জাকা, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, দৈনিক সিলেটের ডাক-এর সহকারী সম্পাদক সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ওকাস-এর সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ তাজ উদ্দিন, দৈনিক আলোকিত বাংলাদেশ-এর সিলেট ব্যুরো প্রধান ফারুক আহমদ, দৈনিক সিলেট সুরমার বার্তা প্রধান ফয়ছল আলম, সিলেট প্রেসক্লাবের স্পোর্টস রিপোর্টার আহবাব মোস্তফা খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্যস্থ শেফিল্ড বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের কর্মকর্তা নাজমুল হক বাবলু, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আ র ম রেনু, সিলেট বিভাগ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, দৈনিক উত্তর পূর্বের সহকারী বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, দৈনিক ভোরের কাগজের সিলেট প্রতিনিধি আব্দুল জব্বার, দৈনিক প্রথম আলো’র সিলেট প্রতিনিধি সুমন কুমার দাশ, কলাম লেখক আব্দুল জব্বার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীরা সব সময়ই দেশের প্রতি আন্তরিক। দেশের প্রতি তাদের রয়েছে প্রচন্ড দরদ। সুযোগ পেলেই তারা দেশের কল্যাণে কাজ করেন। সুফি সুহেল আহমদের প্রশংসা করে তিনি বলেন, বিলেতে তার আতিথেয়তায় অনেকেই মুগ্ধ। তিনি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সুফি সুহেল আহমদ বলেন, দেশ-মাটি ও মানুষের কল্যাণে মূলত আমরা কাজ করতে চাই। দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এ দায়বদ্ধতা থেকেই আমরা সমাজ উন্নয়নে কাজ করে চলেছি। তিনি এ ধরণের সংবর্ধনার উদ্যোগ নেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, প্রবাসীরা সহজেই যে কাউকে আপন করে নেন। দেশের দরিদ্র মানুষের কল্যাণেও তারা অনেক কিছু করছেন। বিশেষ করে রমজান মাসে তাদের দানের পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়। এ থেকে বোঝা যায়, বাঙালি কেবল মিসকিনের নয়, দাতারও জাতি। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ রক্ষায়ও প্রবাসীরা সচেষ্ট। তিনি সিলেটের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রবাসীদের অবদান রাখার আহŸান জানান।
সুফি সুহেল আহমদের সংবর্ধনা:দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান ব্যাপক
Thursday, January 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment