সিলেটে ইমরান ও ইয়াহইয়া জয়ী ॥ অনিয়মের অভিযোগ করে পুননির্বাচন চাইলেন মুহিব ও ফারুক
নিজস্ব প্রতিবেদক : ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী ও সিলেট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ বিজয়ী হয়েছেন।
রবিবার ৫ জানুয়ারি রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে ইয়াহইয়া চৌধুরীর প্রাপ্ত ভোট ৪৮ হাজার ১শ ৫৭টি। আর স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান পেয়েছেন ১৭ হাজার ৩শ ৮৯ ভোট। সিলেট-২ আসনে ২৩ দশমিক ৩৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
সিলেট-৪ আসনে বিজয়ী ইমরান আহমদ পেয়েছেন ৬৩ হাজার ৩শ ২৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদের প্রাপ্ত ভোটের সংখ্যা ২৪ হাজার ২শ ৭৪। এখানে ২৭ দশমিক ১৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফল ঘোষণাকালে জেলা প্রশাসক বলেন, কোন ধরনের রক্তপাত বা বড় কোন অঘটন ছাড়া সিলেটে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ জন্যে তিনি জনগণ, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান।
অন্যদিকে পরাজিত দুই স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ও ফারুক আহমদ এ সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে বলেন, তারা এতে বলির পাঠা হয়েছেন।
No comments:
Post a Comment