বানিয়াচংয়ে আ.লীগ-জাপা ও গাইবান্ধায় ১৮ দলের সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষ ॥ আহত ৬৫
বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের নির্বাচনী সহিংসতায় অন্তত ৫০ জন আহত হয়েছে।
সোমবার ৬ জানুয়ারি সকাল ১০টায় এ সংঘর্ষ ঘটে। এতে আহতদের মধ্যে ১৭ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, রবিবার দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুদলের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং ও হবিগঞ্জ থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌথবাহিনীর সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষে ৩ পুলিশসহ ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮ দলের নেতাকর্মীরা কয়েকদিন ধরে রাস্তায় গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করে রাখছিল। সোমবার সকালে আওয়ামী লীগের এক নেতা গাছগুলো সরিয়ে নেয়ার চেষ্টা করলে অবরোধকারীদের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে যৌথবাহিনীর একটি দল সেখানে পৌঁছলে সংঘর্ষ বাধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে।
No comments:
Post a Comment