চুনারুঘাটে ১৩ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ,আওয়ামীলীগ-বিএনপি’র সংঘর্ষে প্রেসক্লাবের সেক্রেটারী ও পুলিশসহ আহত ৩০ আটক ১৩

Monday, January 6, 2014

আমাদের সিলেট ডটকম:

চুনারুঘাটে আওয়ামীলীগ ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। উভয় পক্ষের মাঝে ইটপাটকেল ও রাবার বুলেটের আঘাতে পুলিশের ২ দারোগা, সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ১০জনকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় আওয়ামীলীগ বিজয়ী এমপি এডভোকেট মাহবুব আলীকে নিয়ে চুনারুঘাট বাজারে একটি আনন্দ মিছিল বের করে। এরপর হরতালের সমর্থনে ১৮ দলীয় ঐক্যজোট চুনারুঘাট বাজারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চুনারুঘাট মধ্য বাজারে পৌছা মাত্রই উভয় পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়। প্রায় ২ ঘন্টা ব্যাপী ইটপাটকেল ও সংঘর্ষ চলাকালে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে বলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর জানান। এ সময় চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট থানার উপ-পরিদর্শক যথাক্রমে আবু আব্দুল্লাহ জাহিদ ও আরিফুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজাদ তালুকদার, পথচারী রফিক মিয়া গুরুতর আহত হলে চুনারুঘাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় আরো ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কমপক্ষে ১৩ জনকে আটক করে। আটককৃতরা হল- রাজু দেব (২৪), মোঃ ফরিদ মিয়া (২৬), সুহেল মিয়া (১৯), আমির আলী (১৫), কাশেম মিয়া (২২), রকিব মিয়া (১৫), এইচ এম সাইফুর রহমান নাহিদ (২১), বাদল মিয়া (২৪), সাইফুর আলম (২৬), নুরুল ইসলাম (৪০), সুহেল মিয়া (২২), কাউছার মিয়া (২৮) ও হাবিবুর রহমান (১৮)। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, আটককৃতদেরকে ওই ঘটনার সাথে জড়িত আছে কিনা যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেয়া হবে। পরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি প্রতিবাদ সভা চুনারুঘাট মধ্যবাজারে অনুষ্ঠিত হয়। এতে নব নির্বাচিত এমপি এডভোকেট মাহবুব আলী, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী মোঃ আবু তাহের, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার বক্তব্য রাখেন। শহরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করলে রাত প্রায় ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License