নতুন বার্তা,ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে বিজয়ী ২৯২ জনের মধ্যে ২৯০ জন সংসদ সদস্য বৃহস্পতিবার শপথ নেবেন। তবে নির্বাচনে বিজয়ী হলেও যশোর-১ আসনে শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলাম শপথ নিতে পারছেন না। এই দুই এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠায় তাদের নাম বাদ রাখা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
জাতীয় সংসদের জনসংযোগ কর্মকতা জয়নাল আবেদীন নতুন বার্তা ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল সকালে অথবা বিকালে শপথ হতে পারে।
তিনি আরো জানান, ইতিমধ্যে নবম সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয় খালি করা করা হয়েছে। বুধবার বিকাল চারটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ কক্ষ পরিদর্শন করেছেন। সংসদের কর্মকর্তারা সংসদ সদস্যেদের শপথপত্র তৈরি করছেন।
এদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার দফতরের কর্মকতারা তা খালি করার বিষয়ে লিখিত কোনো আদেশ পাননি বলে জানা গেছে।
No comments:
Post a Comment