বিশ্বনাথে হামলার পর এবার আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ॥ যুবদল কর্মী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে সিলেটের বিশ্বনাথ উপজেলায় হামলার পর আওয়ামী লীগ নেতা রোকন মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
মঙ্গলবার ৭ জানুয়ারি ভোররাতে আতাপুর গ্রামে ওই আওয়ামী লীগ নেতার খড়ের ঘরে অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে রোকন মিয়ার ভাড়াটিয়া আয়াত আলীর বসতঘরের দরজায় ও পার্শবর্তী ধীতপুর গ্রামের মনতু মিয়ার দোকানঘরে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয় বলে গ্রামের লোকজন জানিয়েছেন।
আগেরদিন দুপুরে নির্বাচনোত্তর সহিংসতায় রোকন মিয়া ও তার ছোটভাই আমজাদ মিয়া যুবদল নেতকার্মীদের হামলায় আহত হন।
এদিকে হামলার পর থানায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে আতাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে যুবদল কর্মী আলতাব হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।
আগের রাতে যুবদল নেতা কপি মিয়ার পিতা চন্দ মিয়াকে প্রধান আসামিসহ ১০ জনকে অভিযুক্ত করে রোকন মিয়া থানায় মামলা দায়ের করেন।
No comments:
Post a Comment