আজ জানাজা, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা ফয়জুল বারী মহেষপুরীর ইন্তেকাল

Friday, January 10, 2014

আমাদের সিলেট ডটকম:

কানাইঘাট দরুল উলূম মাদরাসার সাবেক মুহতামিম ও শায়খূল হাদিস, উস-াযুল মুহাদ্দিসীন, আল্লামা ফয়জুল বারী শায়খে মহেষপুরী শুক্রবার বেলা ১ টায় তার নিজবাড়ী মহেষপুর গ্রামে বার্ধক্যজনিত রোগ ভোগের পর ইনে-কাল করেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। মহেষপুরীর মৃত্যুর সংবাদ কানাইঘাটে ছড়িয়ে পড়লে দূরদূরান- থেকে আগত শত শত আলেম-উলামাসহ সর্বস-রের মানুষ তার বাড়িতে ভিড় জমান তাঁকে এক নজর দেখার জন্য। এ সময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।

আজ সকাল ১১টায় মহেষপুরীর জানাযার নামাজ কানাইঘাট দারুল উলূম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বৎসর। তিনি দীর্ঘ ১৯ বৎসর কানাইঘাট দারুল উলূম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস পদে অধিষ্ঠিত ছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, সাত মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী, মুরিদ ও ভক্তবৃন্দ রেখে পরলোক গমন করেন।

এদিকে আল্লামা ফয়জুল বারী হুজুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট-জকিগ্‌ন্‌জ আসনের সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরি, ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম, সেক্রেটারি মাওলানা কামাল উদ্দীন, পৌর বিএনপির সভাপতি হাজি ইফজালুর রনহমান, সাধারন সম্পাদক প্রভাশক ফরিদ আহমদ, পৌর জামায়াতেরন আমীর প্রভাশক বশির আহমদ, সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসেন, জমিয়তে উলামা বাংলাদেশের প্রধান উপদেষ্টা, দারুল উলূম মাদ্রাসার শায়খুল হাদিস ও মুহতামিম আল্লামা মুহাম্মাদ বিন ইদ্রীস শায়খে লক্ষ্মিপুরী, জমিয়তে উলামার কেন্দ্রীয় সভাপতি দারুল উলূম মাদ্‌রাসার নাইবে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী, কেন্দ্রীয় মহাসচিব ও দারুল উলূম মাদরাসার সহকারী শিক্ষা সচিব আল্লামা শামসুদ্দী, জমিয়তে উলামার কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা মাহমুদুল হাসান শায়খে রায়গড়ী, সাংগঠনিক সম্পাদক ক্বারী হারুনুর রশীদ চতুলী, সিলেট জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দিন, সেক্রেটারী মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License