সন্ত্রাস নৈরাজ্য নাশকতা চক্রান্ত বাংলাদেশের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেই। সন্ত্রাস-নৈরাজ্য-নাশকতা বা অন্যকোন চক্রান্ত এ দেশের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না।
সোমবার ৬ জানুয়ারি বিকেলে রাজধানীতে গণভবন লনে নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন ও উত্তর পর্বটি ছিল অত্যন্ত প্রাণবন্ত। নানা প্রসঙ্গে প্রশ্ন করেন শীর্ষস্থানীয় সাংবাদিকরা। আর প্রধানমন্ত্রী প্রতিটি প্রশ্নের স্পষ্ট জবাব দেন।
এর আগে লিখিত বক্তব্যের শুরুতে শেখ হাসিনা বিরোধীদলের নির্বাচন বর্জনের আহ্বান, নানারকম হুমকি, হামলা, বাধা ও নাশকতা উপক্ষো করে ভোটাধিকার প্রয়োগ করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ১০ম জাতীয় সংসদ নির্বাচন সফল করার জন্যে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বন্ধু দেশ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ভূমিকার জন্যে তাদেরকেও ধন্যবাদ জানান।
তিনি সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার-ভিডিপি সদস্যদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, বারবার আহ্বান জানানো স্বত্ত্বেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আলোচনায় বসতে রাজি হননি। তাই বলে আলোচনার সুযোগ শেষ হয়ে যায়নি। একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। তবে এই আলোচনায় বসতে বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে হবে।
No comments:
Post a Comment